সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার দাবিতে ঢাকার আদালতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনজীবী সমিতি ইউনিটের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে খায়রুল হকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজ, ঢাকা জেলা ও দায়রা জজ, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জনসন রোডে মিছিল করেন আইনজীবীরা। পরে ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা খায়রুল হকের গ্রেপ্তার দাবি করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্যসচিব নিহার হোসেন ফারুক, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ইকবাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা খায়রুল হককে বিচার বিভাগ ধ্বংসকারী ও গণতন্ত্র ধ্বংসকারী আখ্যা দেন। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান বক্তারা।
এর আগে গত রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এই বিক্ষোভ সমাবেশের ডাক দেন।