হোম > সারা দেশ > ঢাকা

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দাবিতে ঢাকার আদালতে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার দাবিতে ঢাকার আদালতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনজীবী সমিতি ইউনিটের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে খায়রুল হকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজ, ঢাকা জেলা ও দায়রা জজ, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জনসন রোডে মিছিল করেন আইনজীবীরা। পরে ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা খায়রুল হকের গ্রেপ্তার দাবি করেন।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্যসচিব নিহার হোসেন ফারুক, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ইকবাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা খায়রুল হককে বিচার বিভাগ ধ্বংসকারী ও গণতন্ত্র ধ্বংসকারী আখ্যা দেন। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান বক্তারা।

এর আগে গত রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এই বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির