হোম > সারা দেশ > ঢাকা

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: এবার রিয়াদের বাড্ডার বাসা থেকে ৩ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আব্দুর রাজ্জাক রিয়াদ। ছবি: সংগৃহীত

রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধারের পর এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাড্ডার ফ্ল্যাট থেকে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বাড্ডায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, বাড্ডার ওই ফ্ল্যাট রিয়াদ নিজে ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির মাধ্যমেই টাকাগুলো সংগ্রহ করা হয়েছে। অর্থের প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

গত শনিবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় রিয়াদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর গতকাল বুধবার রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদের কাছ থেকেও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আব্দুল কালাম আজাদ বলেন, ‘গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার অফিসে ঢুকে আমাকে হুমকি দেয়। তারা বলে, “আপনি নিজে থানায় যাবেন, না আমরা নিয়ে যাব?” তারপর বলে, “টাকা দেবেন, না বাইরে যে ২০০ লোক আছে, তাদের জুতার বাড়ি, চড়-থাপ্পড় খাবেন?”

এ ঘটনার পাশাপাশি গুলশানে চাঁদাবাজির মামলায় রিয়াদসহ সাবেক পাঁচ নেতা বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি