হোম > সারা দেশ > ঢাকা

সবুজবাগে নাভানা টাওয়ার থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সবুজবাগের মধ্য বাসাবোর ৯ তলা 'নাভানা টাওয়ারের' ছাদ থেকে পড়ে শওকত হোসেন ফকির (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শওকত বেসিক ব্যাংকের ফকিরাপুল শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

তৌফিক হোসেন নামের এক পথচারী জানান, নাভানা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় শওকত হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। তখন তিনি নিজেই আহত শওকত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের বড় বোন সুলতানা মাহমুদা বেগম। মাহমুদা বলেন, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। বড় বোন মোরশেদা সুলতানার সঙ্গে মধ্য বাসাবোর খেলার মাঠসংলগ্ন নাভানা টাওয়ারের পঞ্চম তলায় স্ত্রী আয়শা আক্তারকে নিয়ে থাকতেন শওকত হোসেন। তাঁর স্ত্রী আয়শা ৯ মাসের অন্তঃসত্ত্বা বলেও উল্লেখ করেন মাহমুদা। 

সুলতানা মাহমুদা আরও বলেন, সকালে মোবাইলে খবর পান, শওকত ভবন থেকে পড়ে গেছেন। এরপর তিনি হাসপাতালে গিয়ে শওকতের মৃতদেহ দেখতে পান। কেন বা কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে ভবন থেকে লাফিয়ে পড়তে বা অসচেতনতার কারণে পড়ে যেতে পারেন বলে ধারণা তাঁদের। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল