হোম > সারা দেশ > ঢাকা

শিল্পকলায় নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

শিল্পকলায় প্রতিবাদ সমাবেশ করেন নাট্যকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকেরা বলছেন, সমাবেশের শেষ দিকে একদল মানুষ স্লোগান দিয়ে হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এ ঘটনা ঘটে।

সমাবেশের শেষ দিকে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় একদল বিক্ষোভকারী স্লোগান দেয়। এতে হট্টগোল শুরু হয়।

এর আগে গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ করেন তাঁরা। এর প্রতিবাদেই আজ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের বিচার চাই। সংস্কৃতিচর্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি রাষ্ট্রকে করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, তাঁদের রাজনৈতিক পরিচয় কী? কিন্তু তাঁরা পরিচয় দেননি।’

তবে তিনি মনে করেন, ২ নভেম্বর শিল্পকলায় হামলাকারীদের অনেকেই হয়তো এখানেও ছিলেন।

তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১০ নভেম্বর একাডেমির সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ১৫ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে ফেডারেশন।

সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট