হোম > সারা দেশ > ঢাকা

শিল্পকলায় নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

শিল্পকলায় প্রতিবাদ সমাবেশ করেন নাট্যকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকেরা বলছেন, সমাবেশের শেষ দিকে একদল মানুষ স্লোগান দিয়ে হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এ ঘটনা ঘটে।

সমাবেশের শেষ দিকে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় একদল বিক্ষোভকারী স্লোগান দেয়। এতে হট্টগোল শুরু হয়।

এর আগে গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ করেন তাঁরা। এর প্রতিবাদেই আজ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের বিচার চাই। সংস্কৃতিচর্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি রাষ্ট্রকে করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, তাঁদের রাজনৈতিক পরিচয় কী? কিন্তু তাঁরা পরিচয় দেননি।’

তবে তিনি মনে করেন, ২ নভেম্বর শিল্পকলায় হামলাকারীদের অনেকেই হয়তো এখানেও ছিলেন।

তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১০ নভেম্বর একাডেমির সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ১৫ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে ফেডারেশন।

সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন