হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে পশুর হাটের ইজারাদারকে অপহরণ করে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশুর হাটের ইজারাদার ও ব্যবসায়ী আল আমিনকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা শামসুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

গতকাল রোববার রাতে উপজেলার মিরেরটেক বাজার এলাকার বুলবুল ভূঁইয়া সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। অপহরণের খবর পেয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী অভিযান চালিয়ে অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন।

অপহৃত ইজারাদার আল আমিন বলেন, উপজেলার তালতলা এলাকায় পশুর হাটের ইজারা পান তিনি। পরে মিরেরটেক এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে শামসুল ইসলামের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হাটটি হস্তান্তর করার জন্য হুমকি দেয়। তিনি রাজি না হওয়ায় তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে হত্যাচেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযানে নামে। পরে সন্ত্রাসীরা নয়াপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেলে তাঁকে পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে চার-পাঁচজনকে অজ্ঞাত রেখে একটি অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন ব্যবসায়ী আল আমিন।

তালতলা ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘পশুর হাটের ইজারাদারকে অপহরণ ও হত্যাচেষ্টার খবর পেয়ে তাঁকে উদ্ধার করেছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস