হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজগেট এলাকা থেকে বুলবুলি বেগম (৩৪) নামে এক নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মৃত বুলবুলি বেগম নওগাঁর মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয় বাবুর মেয়ে। গাজীপুরে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং সেকশনের সুইং হেলপার হিসেবে কাজ করতেন। মহানগরীর কোনাবাড়ী থানাধীন কলেজগেট এলাকায় স্থানীয় মিজান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। 

স্থানীয়রা জানান, বুলবুলি বেগম ভাড়া বাসায় স্বামী মাসুদ রানার সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। মাসুদ রানা হচ্ছেন মৃত বুলবুলির দ্বিতীয় স্বামী। গতকাল শুক্রবার রাতে বুলবুলির বোন খোঁজ নিতে বাসায় এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন ঘরের মেঝেতে বুলবুলির মরদেহ পড়ে থাকতে দেখেন। 

খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বামী মাসুদ সেখানে ছিলেন না। ঘটনার পর গাজীপুর পিবিআই ও সিআইডির পৃথক দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের মেঝেতে পড়ে থাকা নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘এ ঘটনার পর থেকে পোশাককর্মী বুলবুলির স্বামী পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১