হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজগেট এলাকা থেকে বুলবুলি বেগম (৩৪) নামে এক নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মৃত বুলবুলি বেগম নওগাঁর মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয় বাবুর মেয়ে। গাজীপুরে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং সেকশনের সুইং হেলপার হিসেবে কাজ করতেন। মহানগরীর কোনাবাড়ী থানাধীন কলেজগেট এলাকায় স্থানীয় মিজান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। 

স্থানীয়রা জানান, বুলবুলি বেগম ভাড়া বাসায় স্বামী মাসুদ রানার সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। মাসুদ রানা হচ্ছেন মৃত বুলবুলির দ্বিতীয় স্বামী। গতকাল শুক্রবার রাতে বুলবুলির বোন খোঁজ নিতে বাসায় এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন ঘরের মেঝেতে বুলবুলির মরদেহ পড়ে থাকতে দেখেন। 

খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বামী মাসুদ সেখানে ছিলেন না। ঘটনার পর গাজীপুর পিবিআই ও সিআইডির পৃথক দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের মেঝেতে পড়ে থাকা নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘এ ঘটনার পর থেকে পোশাককর্মী বুলবুলির স্বামী পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক