হোম > সারা দেশ > ঢাকা

অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করুন: সংসদে এ কে আজাদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা জাতীয় সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল কাদের (এ কে) আজাদ। আজ সোমবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপরে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

ব্যাংক খাতের সংস্কারে বাংলাদেশ ব্যাংকের পথনকশাকে স্বাগত জানিয়ে এ কে আজাদ বলেন, বাংলাদেশে এখন খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। প্রকৃতপক্ষে এটা আরও বেশি। কিন্তু অবলোপনের মাধ্যমে ঋণের পরিমাণ কমিয়ে দেখানো হয়। যাঁরা ঋণ নিয়ে কলকারখানায় বিনিয়োগ করে ফেরত দিতে ব্যর্থ হয়েছেন, তদন্ত সাপেক্ষে তাঁদের ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু যাঁরা ঋণ নিয়ে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করেননি, পাচার করেছেন, বিদেশে বেগমপাড়া-সেকেন্ড হোম বানিয়েছেন, তদন্তের মাধ্যমে তাঁদের বিচারের আওতায় আনা এবং সংসদে তাঁদের তালিকা প্রকাশ করা হোক। 

যাঁরা ব্যাংক লুট করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির জন্য তাঁরা দায়ী বলে উল্লেখ করেন স্বতন্ত্র এই এমপি। তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান দায়ী নয়। এদের আইনের আওতায় আনা না গেলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে না। 

বিবিএসের ২০২২ সালের প্রতিবেদন মতে, দেশের প্রায় ৪১ শতাংশ তরুণ নিষ্ক্রিয় বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাঁরা পড়াশোনায় নেই, কর্মসংস্থানেও নেই; এমনকি কোনো কাজের প্রশিক্ষণও নিচ্ছেন না। ১৫ থেকে ২৪ বছর বয়সসীমার এই নিষ্ক্রিয় তরুণের সংখ্যা প্রায় ১ কোটি ২৯ লাখ। অন্যদিকে গত ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দেশে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ১৬৭। মানবসম্পদকে উপযুক্ত করে প্রশিক্ষিত করতে পারলে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দেশ থেকে রেমিট্যান্স চলে যাওয়াও ঠেকানো যাবে।

এ কে আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছর বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য অর্জনে ব্যাংকিং খাতে সংস্কার, কর-জিডিপি অনুপাত বাড়ানো, রপ্তানিতে বৈচিত্র্য আনা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং সরকারি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে সবার মনোযোগ আকর্ষণ করেন এই সংসদ সদস্য।

এই সংসদের মাধ্যমে দেশবাসীর কাছে, ভোটারদের কাছে জবাবদিহি করতে চান জানিয়ে এ কে আজাদ বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে চান। এ ব্যাপারে তিনি স্পিকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’