হোম > সারা দেশ > টাঙ্গাইল

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, চালক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের নাম শাহাজালাল শান্ত (২৫)। এ সময় প্রাইভেট কারের তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহত শাহাজালাল শান্ত টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শেওরাইন গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে। 

পুলিশ বলছে, কালিহাতী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক শান্ত ঘটনাস্থলেই নিহত হন। পরে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারে থাকা তিন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। আহতরা শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু