হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি মাসে ২৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার দাপট কিছুটা কমে আসলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন। এদের মধ্যে রাজধানীতে ২৪৩ জন ও বাইরে ৩৩ জন। এ ছাড়া চলতি মাসে ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি মাসের ২৩ দিনে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর রাজধানী ও আশপাশে ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছে। হাসপাতালগুলো হচ্ছে-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা হাসপাতাল, মিরপুর লালকুটি হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২৫ জন মারা গেছেন। আর চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ৫ হাজার ৬৫৯ জন রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮ হাজার ৩১৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩৪ জন। চলতি বছরের দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন, ঢাকা শিশু হাসপাতালে ৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬ জন ও বিজিবি হাসপাতালে একজন। 

গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ১৪৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৫৯ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ৮৭ জন। 

জানা গেছে, ২০১৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৬৩৬ জন, ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ১০৩ জন এবং চলতি বছরে তিন মাসে ৮ হাজার ১১৭ জন। 

রাজধানীর দুটি সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে গত রোববার এক সার্ভে রিপোর্টে বলা হয়েছে। এলাকাগুলো হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মগবাজার, নিউ ইস্কাটন, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, কল্যাণপুর, দারুসসালাম, মিরপুর-১০, কাজীপাড়া, মহাখালী ও নিকেতন এবং দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, গোড়ান, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, আরকে মিশন রোড, টিকাটুলি, বনশ্রী, মিন্টো রোড, বেইলি রোড, আফতাবনগর, মেরুল বাড্ডা ও বংশাল।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার