ফরিদপুরের ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে শামচু মোল্যা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে।
শামচু মোল্যা ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বারেক মোল্যার ছেলে। খবর পেয়ে রাতেই ভাঙ্গা থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শামচু নিহত হওয়ার বিষয়টির তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম। তিনি জানান, তারাবির নামাজের সময় স্থানীয় বাসিন্দা খায়রুল মীরের দুই ছেলে পুখুরিয়া বাসস্ট্যান্ডে আসে কেনাকাটা করার জন্য। এ সময় খায়রুলের ছোট ছেলেকে (৮) হাত ধরে টেনে নিয়ে পালাতে চেষ্টা করেন শামচু। এ সময় ছেলেটির চিৎকারে আশপাশের লোকজন এসে শামচুকে পিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শামচু মোল্যার বিরুদ্ধে মাদকাসক্তসহ একাধিক অভিযোগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আজ বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান ওসি জিয়ারুল।