হোম > সারা দেশ > ঢাকা

বাঙালির অস্তিত্বে, মনে ও মননে বঙ্গবন্ধু: দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু ও সমসময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কানাডা প্রবাসী অ্যালভীন দীলিপ বাগচীর ‘বাংলার স্থপতি’ নামে প্রকাশিত ৬ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাব বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ও ড. আম্বেদকর ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই লিখেছেন। কিন্তু দীলিপ বাগচী তাঁর বইটি খণ্ডে খণ্ডে লিখেছেন। একজন ব্যক্তিকে নিয়ে খণ্ড খণ্ড করে লেখা একটা বিরল ঘটনা মনে হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন খণ্ডে লেখায় লেখকের আন্তরিকতা রয়েছে বিষয়টি প্রকাশ করে। বঙ্গবন্ধুর নানা বিষয় নিয়ে লেখা যায় এবং বঙ্গবন্ধুকে নানাদিক থেকেও দেখা যায়। বাংলার স্থপতি নামটিও যথার্থ হয়েছে। 

তিনি আরও বলেন, একসময় বঙ্গবন্ধুকে মানুষের কাছে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এখন বঙ্গবন্ধুকে আর ভুলে যাওয়ার সুযোগ নাই। বঙ্গবন্ধু এখন বাঙালির অস্তিত্বে, মন ও মননে রয়েছেন। ‘বাংলার স্থপতি’ বইটিতে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখক অনেক সাহসী উচ্চারণ করেছেন। তিনি অকপটে বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন। আমি আশা করব বইটি বঙ্গবন্ধু কর্নারগুলোতে রাখা হবে। যাতে সবাই পড়তে পারে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু সব সময়ই শোষিত মানুষের পক্ষে ছিলেন। যখন এই পৃথিবীতে পুঁজিবাদ রাজত্ব করছিল ঠিক তখনো সংবিধানে বঙ্গবন্ধু সমাজতন্ত্র রাখার মতো উদ্যোগ নিয়েছেন। আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু। বঙ্গবন্ধু সংবিধানে সমাজতন্ত্র জোর করে নয়, বরং মানুষের মন জয় করে সন্নিবেশিত করেছেন। ‘বাংলার স্থপতি’ বইটি বঙ্গবন্ধু চর্চা অব্যাহত রাখবে। এর মাধ্যমে আমাদের সন্তানরা বঙ্গবন্ধু নিয়ে আরও বেশি করে জানবে। 

বইয়ের লেখক অ্যালভীন দীলিপ বাগচী বলেন, ‘আমি যা পাহাড় তাঁকে পাহাড় হিসেবেই দেখি। যেটা ভালো বা মন্দ আমি আমার লেখায় সেটাই বলি। সেখানে কে বিরাগভাজন হয় আমি তা ভেবে দেখি না।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার