হোম > সারা দেশ > ঢাকা

তথ্য সহজলভ্য না হলে ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে: শারমীন মুরশিদ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ । ছবি: আজকের পত্রিকা

তথ্য সহজলভ্য না হলে ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বুধবার রাজধানীর গুলশানে দ্যা কার্টার সেন্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘তথ্য অধিকার প্রাপ্তিতে নারীর অগ্রগতি প্রকল্প’ এর (এডব্লিউআরটিআই) বার্ষিক শিক্ষণ সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি এই প্রকল্পের মাধ্যমে তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য তথ্যের অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে উদ্বোধনী বক্তব্যে বলেন, এই উদ্যোগটি প্রমাণ করে যে, যখন নারীরা তথ্যের অধিকার পায়, তারা শুধুমাত্র নিজেদের ক্ষমতায়ন করে না, বরং তাদের পরিবারে পরিবর্তনও আনে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মধ্যে। জেন্ডার বৈষম্য নারীর অধিকার লঙ্ঘন করে এবং এই প্রকল্পটি তথ্যের অধিকার আইন (আরটিআই) এর মাধ্যমে তথ্যপ্রাপ্তির সুযোগ করে দিয়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

কার্টার সেন্টারের চিফ অব পার্টি সুমনা সুলতানা মাহমুদ প্রকল্পের গত বছরের শিক্ষণ উপস্থাপন করেন।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে