হোম > সারা দেশ > ঢাকা

এডিস বিরোধী অভিযানে দুই সিটিতে ১১ লক্ষাধিক টাকা জরিমানা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচালিত অভিযানে ১১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় চালানো অভিযানে ১০ মামলায় ৬ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের আদালত এক মামলায় ২০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের আদালত চার মামলায় ১৮ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ও যতন মার্মার আদালত এক মামলায় ১ লক্ষ টাকা, ৭ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের আদালত এক মামলায় ৫ লক্ষ টাকা এবং ১০ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলামের আদালত তিন মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর ধানমন্ডি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা, অঞ্চল-২ এর কমলাপুর ও মতিঝিল, অঞ্চল-৩ এর রহমতবাগ, চকবাজার ও ছোট দায়রা শরীফ এলাকা, অঞ্চল-৪ এর ওয়ারীর শাহজাহানপুর লেন, অঞ্চল-৫ এর ওয়াসা রোড, অভয়দাস লেন, নতুন রাস্তা ও পশ্চিম মীর হাজারিবাগ, অঞ্চল-৭ এর দক্ষিণ মান্ডা, অঞ্চল-৮ এর ডেমরার কবরস্থানের ৪ নং গলি এলাকা, অঞ্চল-৯ এর যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতসমূহ ৮৮৫ নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ৩৬টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩৬ মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা করেন। 

 এছাড়াও এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ২২টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে