নারায়ণগঞ্জের আড়াইহাজারে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে কিশোরীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে অজ্ঞাত ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
এর আগে গত বুধবার রাতে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পরিবার সম্প্রতি অন্য একটি জেলা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসে। এখানে জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করে তারা। বুধবার রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে তুলে নিয়ে যায়। তার বাড়ির পাশের আরেকটি ফাঁকা বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তারা ভুক্তভোগীর মাকে ভয় দেখিয়ে চলে যায়।
স্থানীয় পৌরসভার কাউন্সিলর মোমেনুল হক বলেন, ‘ঘটনাস্থলটি অত্যন্ত নিরিবিলি এবং এর আশপাশে মাদক ও জুয়া নিয়ে বখাটেদের আড্ডা থাকে। তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আমরা এর সঠিক বিচার প্রত্যাশা করছি।’
ওসি আহসান উল্লাহ বলেন, ‘অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত জড়িতদের ধরতে পারব বলে আশা করছি।’