হোম > সারা দেশ > ঢাকা

বালু নদে লাশ, কোমরে বাঁধা পাথরের বস্তা

ঢামেক প্রতিনিধি


রাজধানীর খিলগাঁওয়ে বালু নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ওই যুবকের শরীরের সঙ্গে পাথরবোঝাই একটি বস্তা বাঁধা ছিল। তাঁর বয়স ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

ঢাকার ডেমরার রাজাখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে গতকাল সন্ধ্যায় কায়েতপাড়া বাজারসংলগ্ন বালু নদে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই যুবকের নাভি বরাবর পেটের সঙ্গে প্রায় ৪৫ কেজি (টুকরো) পাথরবোঝাই একটি প্লাস্টিকের বস্তা নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল।’

এসআই আরও বলেন, ‘লাশটি পচে ফুলে গেছে। এ জন্য শরীরে কোনো আঘাতের চিহ্ন বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে না। তবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সিআইডি (ক্রাইম সিন) মৃত যুবকের আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করেছিল, তবে তা নেওয়া সম্ভব হয়নি।’

এসআই আসাদুজ্জামান বলেন, ওই যুবকের পরনে ছিল হালকা সবুজ রঙের একটি ফুলহাতা গেঞ্জি। আর নিচের অংশে কিছুই পরা ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি