হোম > সারা দেশ > ঢাকা

চট্টগ্রাম থেকে কুরিয়ারে ঢাকায় আনা ৭ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইল থেকে ৭ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে কাকরাইলে এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে এই ইয়াবা জব্দ করা হয়। 

আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো: কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন। 

তিনি বলেন, শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের নিচ তলার প্যাকেট রুম থেকে মালিকবিহীন অবস্থায় শপিং ব্যাগে তিনটি এনার্জি বোষ্টার লেখা প্লাস্টিকের কৌটা থেকে অ্যামফিটামিনযুক্ত ৬০০ গ্রাম ওজনের ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অন্য একটি এনার্জি বোষ্টার লেখা প্লাস্টিকের কৌটা থেকে অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কোচ সার্ভিসের চারটি রসিদে এই ইয়াবা পাঠানো হয়েছে। রসিদগুলোও জব্দ করা হয়েছে। 

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো পাঠানো হয়েছে। ঢাকা হয়ে সেগুলো পঞ্চগড়ে যাওয়ার কথা ছিল। এটির সঙ্গে জড়িত কে, সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যেই ফোন নম্বরগুলো ছিল সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। কারা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট