হোম > সারা দেশ > ফরিদপুর

সদরপুরে স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর) 

ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৩ নং ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে শো’কজের নোটিশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অফিস ঢাকা থেকে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে চিঠি পাঠানো হয়।

জানা গেছে, হাবিবুর রহমানের বাবা আবদুর সামাদ মিয়াসদরপুর উপজেলার ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। বাবার মৃত্যুর পর হাবিবুর রহমান সেই স্কুলে চাকরি পান। পরবর্তীতে তিনি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হাবিবুর রহমানের মৃত্যুর পর তাঁর মা রোকেয়া বেগম পেনশনের টাকা উত্তোলন করতেন। রোকেয়া বেগম ২০১৫ সালের ১ লা জানুয়ারি মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মে পর্যন্ত হাবিবুর রহমান ৩ লাখ ৬৫ হাজার ২৭৬ টাকা অবৈধ ভাবে উত্তোলন করেন।

এ নিয়ে স্থানীয় মো. নুরুল ইসলাম ফরিদপুর জেলা প্রশাসকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ দাখিল করে। সেই অভিযোগ জানাজানি হওয়ার পর এবং নিজের চাকরি বাঁচাতে মো. হাবিবুর রহমান ২০২০ সালের ১১ জানুয়ারি উত্তোলনকৃত ৩ লাখ ৬৫ হাজার ২শ ৭৬ টাকা সোনালী ব্যাংক সদরপুর শাখায় ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দেন।

কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্তে হাবিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ ভাবে বাবার পেনশনের টাকা তোলার জন্য আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। গত ২২ আগস্ট হতে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. : ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। এ ছাড়া ১০ কর্ম দিবসের মধ্যে হাবিবুর রহমানকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। 

প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, একটি চিঠি তিনি পেয়েছেন। নির্ধারিত সময়েই চিঠির জবাব দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মালেক বলেন, ঢাকা থেকে চিঠির মাধ্যমে হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। সেই মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির