হোম > সারা দেশ > মাদারীপুর

বর্তমান সংসদে কোনো যুদ্ধাপরাধী নেই: চিফ হুইপ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আমার মনে হয়, এই সংসদে কোনো যুদ্ধাপরাধী এবং রাজাকারপুত্র নেই। স্বাধীনতার বিপক্ষের কেউ নেই। শেখ হাসিনা আবার এই সংসদে পবিত্রতা ফিরিয়ে এনেছেন। এখন এই সংসদের সবাই স্বাধীনতার পক্ষের শক্তি। আশা করি, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে নিতে পারব।’ 

গতকাল বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে নাটমন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘পৃথিবীর অনেক বড় বড় শক্তি এবার সরাসরি বিরোধিতা করেও শেখ হাসিনাকে এক ইঞ্চি সরাতে পারেনি। বরং এই নির্বাচনে একটি অর্জন কিন্তু আমাদের হয়েছে। যেটা বঙ্গবন্ধুর আদর্শ ছিল। যে দেশটা আমরা চেয়েছিলাম, তা হলো এই দেশের সংসদে সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন যারাই রাজনীতি করবে, সবাই এক জায়গায় এক থাকবে। আর সেটা হলো সবাই আমরা স্বাধীনতার পক্ষের থাকব।’ 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরে সেই জায়গাটা নষ্ট করা হয়েছিল। সংসদকে অপবিত্র করা হয়েছিল। স্বাধীনতার বিপক্ষের শক্তিকে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছিল। অপমানিত করা হয়েছে এ দেশের সমাজ ও রাষ্ট্র সবকিছুকে। এই নির্বাচনে অনেক বছর পর সেই জায়গা থেকে আমরা সরে আসতে পেরেছি।’

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. রব্বানী, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, গণসংযোগবিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি স্বপন রায়, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমুখ ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু