হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার ২৫ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৫ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ঢাকার সবগুলো থানার ওসিদের গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়।

গতকাল শনিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের পদায়ন করা হয়।

ওসি হিসেবে থানায় বদলি হওয়া ২৫ জনের মধ্যে ২৪ জনই ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।

তাঁরা হলেন, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানার ওসি হিসেবে, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো. জিয়াউর রহমানকে উত্তরখান থানায়, মো. রেজাউল হোসেন চকবাজার থানায়, মুহাম্মদ সাইফুল ইসলামকে হাজারীবাগে, মো. শাহরিয়ার হাসানকে ক্যান্টনমেন্ট থানায়, মু. এনামুল হাসানকে কোতোয়ালি থানায়, মো. সাইফুল ইসলামকে সূত্রাপুরে, মো. খায়রুল ইসলামকে শাহজালালপুর থানায়, মো. ইয়াছিন আলীকে সবুজবাগ থানায়, আবু শাহেদ খান গেন্ডারিয়ায়, রগাজী শামীমুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানাউ, মোহাম্মদ সাইফুল ইসলাম হাতিরঝিল, মোজাম্মেল হককে শেরে বাংলা নগর থানায়, মো. রাসেল সরোয়ারকে বনানী, কাজী গোলাম মোস্তফা কাফরুলে, মো. মাহমুদুল হাসানকে শাহআলী থানায়, ইলিয়াস হোসেন ডেমরা থানায়, ফয়সাল আহমেদ ওয়ারী, মো. মাহমুদুর রহমান কদমতলী, শাহ্ মো. ফয়সাল আহমেদ ভাষানটেক, মো. মহিউল ইসলাম মতিঝিল, আলী ইফতেখার হাসান মোহাম্মদপুরে এবং ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ইন্সপেক্টর দাউদ হোসেনকে খিলগাঁও থানায় বদলি করা হয়েছে।

এর আগে ২০, ২১ ও ২২ আগস্ট পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে ডিএমপির ২৫ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তারও আগে ১৩ আগস্ট বদলি করা হয় ঢাকার ১৮ ওসিকে। এরপর ১৮ আগস্ট ঢাকার ৩২ থানার ওসিকে একযোগে বদলি করা হয়। মোট ৫০ ওসিকেই সরানো হয়।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ