হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা নদীতে ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু কাল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঈদুল ফিতরকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট ছেড়ে যায় ফেরি কলমিলতা। পরে দেড় ঘণ্টায় পদ্মা পারি দিয়ে মাঝিকান্দি ঘাটে ভেড়ে ফেরিটি। 

আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে। প্রতি মোটরসাইকেলের ভাড়া পড়বে ১৫০ টাকা ও যাত্রীদের জন্য ৩৬ টাকা।বিষয়টি নিশ্চিত করে শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার পরীক্ষামূলকভাবে একটি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। পদ্মা সেতুর নিচ দিয়ে দেড় ঘণ্টা পর মাঝিকান্দি ঘাটে পৌঁছায়। তবে মাঝিকান্দি ঘাট এলাকায় সামান্য নাব্য সংকট রয়েছে। কিন্তু ফেরি চলাচল করলে এই নাব্য সংকট থাকবে না।’ 

তিনি আরও বলেন, ‘নাব্য সংকট নিরসন, পন্টুন, চ্যানেলসহ যাবতীয় বিষয় প্রস্তুত রয়েছে। কাল মঙ্গলবার থেকে প্রতিদিন ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি তিন ঘণ্টা পর পর মোটরসাইকেল পারাপার করা হবে। তবে গাড়ির চাপ থাকলে নির্দিষ্ট সময়ের আগে ফেরি ছেড়ে দেওয়া হবে। প্রয়োজনে ফেরির সংখ্যা আরও বাড়তে পারে।’ 

শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, বর্তমানে ফেরি কুঞ্জলতা ও কলমিলতা দিয়ে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)। এসব ফেরিতে প্রতি ট্রিপে ১৫০ মোটরসাইকেল পার হতে পারবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার কার্যক্রম অব্যাহত থাকবে। শিমুলিয়ায় মোট ৪টি ফেরিঘাটের মধ্যে ভিআইপি ফেরিঘাটটি (৪ নম্বর) মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহার করা হবে। সর্বশেষ গত ৩০ জুন শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার