হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজ সহোদর দুই শিশুর লাশ মিলল শীতলক্ষ্যা পাড়ের ডোবায় 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে সহোদর ভাই–বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বন্দরের আমিন আবাসিক এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা। ধারণা করা হচ্ছে, নদীর তিরে ওয়াকওয়ে নির্মাণের জন্য মাটি কাটায় যে ডোবা সৃষ্টি হয়েছে সেখানে খেলতে গিয়ে তারা পড়ে যায়। সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়। 

নিহত সামির (৯) ও তিশা (৭) একই এলাকার কামাল হোসেনের সন্তান। তিনি পেশায় রিকশাচালক, পরিবার নিয়ে আমিন এলাকায় বসবাস করেন। 

পরিবারের সদস্যারা জানায়, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল সামির ও তিশা। তাদের সন্ধান চেয়ে মসজিদে মাইকিং করা হয়। আজ শুক্রবার দুপুরে শীতলক্ষ্যা নদীর পাড়ে ডোবায় তাদের লাশ ভেসে ওঠে। পরে পুলিশে খবর দিলে নৌ পুলিশ এসে ডোবা থেকে লাশ উদ্ধার করে। 

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পরিবার কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ