হোম > সারা দেশ > ঢাকা

কার্জন হল থেকে সন্দেহভাজন দুজন আটক

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে কার্জন হল থেকে দুজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁদের আটক করা হয়।

প্রাথমিক তথ্যে জানা যায়, আটককৃতরা ভর্তিচ্ছুদের সঙ্গে এসেছেন। তাঁদের একজনের নাম সিয়াম, বাড়ি কুষ্টিয়ায়। অপরজনের নাম মাশরাফি। তাঁর বাড়ি ফেনীতে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য যা যা করা লাগে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি। আমরা সবার সহযোগিতা চাই। আজকে ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আমাদের গত পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’ 

এ বিষয়ে প্রক্টরিয়াল বডির একাধিক সদস্য বলেন, ‘উপাচার্য স্যার কার্জন হল পরিদর্শনে এলে শিক্ষকদের সঙ্গে ভেতরে প্রবেশ করে মোবাইলে ছবি তুলছিলেন দুজন। যেহেতু পরীক্ষার সময় হলে প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং এই পরীক্ষায় গণিতসহ নানা বিষয় আছে। তাই দায়িত্বপ্রাপ্ত অন্য শিক্ষকদের বিষয়টি নজরে এলে তাঁদের আটক করা হয়। রমনা জোনের এডিসিকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আসছেন। এসেই দ্রুত পদক্ষেপ নেবেন।’

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা