হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গাজীখালী নদীর ভাঙন রোধে শুরু হয়েছে কাজ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ভাঙন রোধে ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। মেসার্স জলিল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড। 

স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে হরগজ ইউনিয়নের হরগজ পূর্ব নগর এলাকার গ্রামের প্রধান সড়ক ও আলম হোসেনের স্ত্রী সাবজানের (৪০) বসতবাড়ি ভেঙে গেছে । ঝুঁকিতে রয়েছে হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তা ও বসতবাড়ি। 

গত ১৪ সেপ্টেম্বর ‘ভাঙনের ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে। বিষয়টি লিখিত আকারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানালে জিও ব্যাগ ব্যবহার করে ভাঙন রোধের জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ বরাদ্দ করা হয়। বরাদ্দের পর কাজ শুরু হয়েছে বলে সাটুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা যায়। 

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জিও ব্যাগে বালু ভর্তি করে প্যাকেট প্রস্তুতের কাজ করছেন। এই প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য দিনরাত কাজ করছেন তাঁরা। 

দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক মোল্লা। তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকিতে ছিল। ইতিমধ্যে টয়লেটের কিছু অংশ ভেঙেও গেছে। ভাঙন প্রতিরোধে ১০ লাখ টাকার এই জিও ব্যাগ ফালানোর প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে আমার স্কুলসহ খেলার মাঠ, রাস্তাঘাট ও বসতবাড়ি রক্ষা পাবে।’ 

মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে গাজীখালী নদীর ভাঙন রোধে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি। 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ