হোম > সারা দেশ > ঢাকা

পিএসসি সংস্কার ও ৪৪তম বিসিএসের ফলাফলের প্রতিবাদে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ শুক্রবার পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ হয়। ছবি: আজকের পত্রিকা

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার দাবিতে ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, গত ৩০ জুন ৪৪তম বিসিএসের যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তা ‌‌‘প্রহসনমূলক’।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা।

সমাবেশ শেষে সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁদের ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পিএসসি সংস্কার দাবিতে ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর সংবাদমাধ্যমে এলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরসহ পূর্ণাঙ্গ ফল প্রকাশের দাবি জানান তাঁরা।

শাহবাগ অবরোধের একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়। ছবি: আজকের পত্রিকা

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলকে ‌‌‘প্রহসনমূলক’ উল্লেখ করে এর পরীক্ষার্থী রাশেদ রাজ বলেন, ‘গত ৩০ জুন গভীর রাতে যে ফলাফল প্রকাশ করা হয়, তা আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণার শামিল। আমরা এই প্রহসনমূলক ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

পিএসসি সংস্কার আন্দোলনের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল যখন সংস্কারের কথা বলছে, তখন সরকারি চাকরির ব্যবস্থায় সংস্কার জরুরি নয়? যে রাজনৈতিক দল তরুণদের অধিকার নিয়ে উদাসীন থাকবে, তারা আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রত্যাখ্যানের মুখে পড়বে।’

দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে