হোম > সারা দেশ > ঢাকা

ওষুধ কোম্পানির এজিএম থেকে আটক ৩০, সাড়ে ৬ ঘণ্টা পর ছেড়ে দিল ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি রেস্তোরাঁ থেকে বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলছিল। হঠাৎ সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও চিকিৎসকসহ ৩০ জনকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ডিবি। 

সোমবার বিকেল ৪টার দিকে জিংজিয়াং চাইনিজ নামের রেস্তোরাঁ থেকে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম থেকে তাদের তুলে নেওয়া হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা মিন্ট রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের ছেড়ে দেয় ডিবি। কসমো ফার্মাসিউটিক্যালসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অনুষ্ঠানে অংশ নেওয়া চিকিৎসকদের সূত্রে এসব তথ্য জানা গেছে। 

জানা গেছে, ভুল তথ্যের ভিত্তিতে ওই চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে যায় ডিবি। পরে ভুল বুঝতে পেরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদসহ একাধিক কর্মকর্তাকে ফোনে কল ও এসএমএস করলেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জিংজিয়াং চাইনিজ রেস্টুরেন্টে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম ছিল। সেখানে অনেক বড় বড় চিকিৎসক ও কোম্পানির কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি লোক ছিলেন। বিকেল ৪টার দিকে ডিবির একটি দল সেখানে এসে ৩০ জন চিকিৎসক ও কর্মকর্তাকে আটক করে নিয়ে যায়। 

ওই কর্মকর্তা বলেন, বিকেলে আটক করে নিয়ে গেলেও রাত সাড়ে ১০টার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়। ভুল তথ্যের ভিত্তিতে তাঁদের নেওয়ার কথা জানিয়ে ডিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। 

কসমো ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের একজন সাইফুল্লাহ সুজন বলেন, এজিএমে চিকিৎসক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩০ জনের বেশি উপস্থিত ছিলেন। তবে রাতে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর সবাই বাসায় ফিরে গেছেন বলে তিনি জানান।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২