হোম > সারা দেশ > ঢাকা

খামখেয়ালি রাজার অধীনে বাস করছি: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খামখেয়ালি’ রাজা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দল ও বিরোধী মতকে সহ্য করতে পারে না—এমন এক খামখেয়ালি রাজা দেশ চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। 

রাজধানীর নয়াপল্টনে আজ রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন রিজভী। 

বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর ছাত্রদল (পূর্ব) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রিজভী বলেন, ‘এক খামখেয়ালি রাজার অধীনে আমরা বাস করছি। তিনি কোনো বিরোধী দল, বিরোধী মতের সমালোচনা সহ্য করতে পারেন না বলেই অল্প বয়সে জনি, রাজু ও বাপ্পিদের চলে যেতে হয়েছে।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘গণতন্ত্র আপনি ডাকাতি করেছেন। ডাকাতি করে ডাকাতের মতো, সন্ত্রাসীর মতো অপহরণ করে খামখেয়ালি রাজার মতো দেশ চালাচ্ছেন।’ 

বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতাদের মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ‘প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দেন রিজভী। তিনি বলেন, ‘আমরাও প্রতিশোধ নেব। তবে হত্যার বদলা হত্যা দিয়ে নয়। আমরা (প্রতিশোধ) নেব ন্যায়সংগত বিচারের মাধ্যমে। গণতন্ত্র ফিরে আসবে, বাক্‌স্বাধীনতা ফিরে আসবে, ন্যায়বিচার ফিরে আসবে। সেই ন্যায়বিচারের আদালতে যারা জনি, রাজু, বাপ্পিদের হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট