হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার এক সপ্তাহ পার হলেও দোষীদের শনাক্ত ও আইনের আওতায় না আনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির আয়োজিত এক মানববন্ধনে ব্যবসায়ীরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো. ইদ্রিস মিয়াসহ অন্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, দুষ্কৃতকারীদের মোটরসাইকেলের নম্বরপ্লেট থাকা সত্ত্বেও পুলিশ এখনো তাদের শনাক্ত করতে পারেনি। তাঁরা দাবি করেন, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ব্যবসায়ী এমন হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

স্বর্ণ ব্যবসায়ীরা আরও বলেন, ‘টাকা পাঠানোর মেসেজ চেক করলে আসামিদের শনাক্ত করা সম্ভব। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তায় আমরা হতাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে ব্যবসায়ী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে গুলি করে তাঁর কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা রামপুরা থানায় মামলা করেন। মামলায় ছয় থেকে সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া লাশ উদ্ধার

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু