হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, মিলল ‘সুইসাইড নোট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়া এলাকা থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সুস্মিতা সাহা। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

সুস্মিতা সাহা তাঁর এক বান্ধবীর বাসায় ছিলেন। বান্ধবীর বাসাতেই গত রাতে ঘুমের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’ 

ওসি মাজারুল ইসলাম বলেন, ‘গত এক মাস ধরে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক সুস্মিতা সাহা কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। এক মুসলিম ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মানসিক কষ্ট থেকে তিনি ঘুমের ওষুধ সেবন করলে আত্মীয়স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’ 

থানার পুলিশ জানিয়েছে, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজারে। বাবার নাম সনজিত কুমার সাহা। 

উদ্ধার চিরকুটে লেখা ছিল, ‘একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধে রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’ 

চিরকুটের সত্যতা নিশ্চিতে এবং আইনগত পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা