হোম > সারা দেশ > ঢাকা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

ঢাবি প্রতিনিধি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। 

আজ সোমবার বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকে একত্রিত হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এতে রাজধানীর এ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর—অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য—শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক—সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত অধিভুক্তকরণের খেসারত দিচ্ছেন তাঁরা। শিক্ষাজীবনে নানা খেসারত দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেবা নিয়েও সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের অভিযোগ, ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে তাঁদের হয়রানির শিকার হতে হয়। 

সাত কলেজ সংস্কার আন্দোলন ঢাকা কলেজের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, ‘দীর্ঘদিন অধিভুক্ত রেখে আমাদের কোনো মানোন্নয়ন করা হয়নি। আমাদের ক্ষতি ছাড়া আমরা কিছুই পাইনি। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসন একে অপরের ওপর দায় দিয়ে আমাদের বন্দী করে রেখেছেন। আমরা এখান থেকে মুক্তি চাই। আমাদের দাবি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, এ দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি।’ 

এদিকে, গতকাল রোববার দিবাগত মধ্যরাতে একই দাবি নিয়ে ঢাকা কলেজের নর্থ হল থেকে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে প্রদক্ষিণ করে ঢাকা কলেজে এসে শেষ হয়। একই সময়ে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেছে বাঙলা কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। 

এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা সরকারের কাছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার