হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কয়েড়া পশ্চিমপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতেরা বাড়ির মালিক আলিম রাজ আজিম ও তার স্ত্রী মুন্নীকে বেঁধে রাখেন। এরপর তাঁদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে অংশ নেয় চার মুখোশধারী ডাকাত।

বাড়ির মালিক আলিম রাজ আজিম বলেন, সোমবার রাত ১টার দিকে চার সদস্যদের ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাঁরা বিষয়টি টের পেলে ডাকাত দল তাঁকেসহ স্ত্রী মুন্নীর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় তাদের ঘুমিয়ে থাকা সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে ডাকাতি কার্যক্রম।

এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর ডাক চিৎকারে তাঁরা এগিয়ে যান। পরে দেখেন ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। এ সময় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একাধিক টিম মাঠে কাজ করছে। খুব তাড়াতাড়ি জড়িতদের গ্রেপ্তার করা হবে।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন