হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কয়েড়া পশ্চিমপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতেরা বাড়ির মালিক আলিম রাজ আজিম ও তার স্ত্রী মুন্নীকে বেঁধে রাখেন। এরপর তাঁদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে অংশ নেয় চার মুখোশধারী ডাকাত।

বাড়ির মালিক আলিম রাজ আজিম বলেন, সোমবার রাত ১টার দিকে চার সদস্যদের ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাঁরা বিষয়টি টের পেলে ডাকাত দল তাঁকেসহ স্ত্রী মুন্নীর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় তাদের ঘুমিয়ে থাকা সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে ডাকাতি কার্যক্রম।

এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর ডাক চিৎকারে তাঁরা এগিয়ে যান। পরে দেখেন ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। এ সময় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একাধিক টিম মাঠে কাজ করছে। খুব তাড়াতাড়ি জড়িতদের গ্রেপ্তার করা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু