হোম > সারা দেশ > গোপালগঞ্জ

‘বঙ্গবন্ধু বিজিবি বাহিনী সৃষ্টি করেছিলেন’

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনী সৃষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রিমাতৃক ও নবজীবন দান করেছেন বলে মন্তব্য করেছেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। আজ শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধে এই বাহিনীর দুজন বীরশ্রেষ্ঠসহ ৮০৭ জন সদস্য শহীদ হয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্ব দেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’ 

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেজর জেনারেল সাকিল আহমেদ। এ সময় বিজিবির একটি চৌকস দল নবনিযুক্ত মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। পরে পবিত্র সুরা ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৬ আগস্টে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শেষে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। 

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোসাম্মৎ নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মেজর জেনারেল সাকিল আহমেদ বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন