ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী মোকাদ্দেস মৃধা মোকা (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায় ওই বন্দী। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি। তার কয়েদি নম্বর ৯২৩৮ /এ। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।’