হোম > সারা দেশ > ঢাকা

প্রকাশিত হলো বঙ্গবন্ধুর লেখা নতুন বই ‘স্মৃতির মিছিল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ ‘আমার দেখা নয়াচীন’ প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য পাঠকের সামনে উন্মোচিত হয়েছে তাঁর ভিন্নমাত্রিক লেখকসত্তা। বিশিষ্টজনেরা বলছেন, তাঁর এ তিনটি বই শুধু জীবনস্মৃতি নয়, তা হয়ে উঠেছে বাংলাদেশ ও বাঙালি জাতির ঐতিহাসিক দলিল। এ তিনটি বই ছাড়াও বঙ্গবন্ধুর লেখা গুরুত্বপূর্ণ ছয়টি নিবন্ধ নিয়ে সম্প্রতি প্রকাশিত হলো নতুন বই ‘স্মৃতির মিছিল’।  

জানা যায়, বইটিতে রয়েছে বঙ্গবন্ধুর লেখা ছয়টি নিবন্ধ। যেগুলো প্রকাশিত হয়েছিল দৈনিক ইত্তেফাক, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা পত্রিকায় ১৯৬৪ থেকে ১৯৭৩ সালের মধ্যে। লেখার সঙ্গে সংযোজন হয়েছে সেসময়ের পত্রিকাগুলোর চিত্র। বঙ্গবন্ধু এই নিবন্ধগুলো লিখেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও তফাজ্জল হোসেন (মানিক মিয়া)-কে নিয়ে। তবে সেসব লেখায় উঠে এসেছে তৎকালীন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা। স্মৃতিচারণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তুলে এনেছেন পূর্ব পাকিস্তানের শোষণের কথা, স্বাধীনতা আকাঙ্ক্ষা কথা। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ বইয়ে এই বইয়ের নিবন্ধগুলো অন্তর্ভুক্ত নেই। 

বঙ্গবন্ধুর লেখা নতুন বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা। গ্রন্থনা করেছেন কবি ও প্রকাশক চন্দন চৌধুরী। প্রচ্ছদ করেছেন হাজ্জাজ তানিন। দাম ৪০০ টাকা।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন