হোম > সারা দেশ > ঢাকা

জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১৩

দোহার (ঢাকা) প্রতিনিধি 

সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে এ সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও স্থায়ী সমাধান হয়নি। আজ সকালে একটি পক্ষ ঘর তোলার জন্য কাজ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় কথা-কাটাকাটি এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত মাকসুদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমরা ঘর তোলার জন্য সুতা টানাচ্ছিলাম, তখন ইমন, সুরহাব, শিল্প, বিলকিসসহ কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার গলা থেকে দুই আনি ওজনের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

গিয়াস উদ্দিন নামের একজন বলেন, ‘মাসখানেক আগে এলাকার মুরব্বিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছিলেন। সেই সমাধান অনুযায়ী আমরা আজকে ঘর তুলতে গেলে ইমন ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

দোহার থানার তদন্ত কর্মকর্তা নুরুন্নবী বলেন, ‘ঘটনার পর দুই পক্ষ থেকেই আমাদের কাছে ফোন এসেছে এবং তারা মামলা করার কথা জানিয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে