খুলনার জেলা প্রশাসক ও ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও হরি নদীর জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ প্রতিপালন না করায় তাদের আগামী ১০ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে। আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। মনজিল মোরশেদ বলেন, ‘গত বছরের ১৪ ডিসেম্বর অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তা প্রতিপালন না করায় এইচআরপিবির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে হাজিরার আবেদন করা হয়।’
মনজিল মোরশেদ আরও বলেন, ‘বিবাদীরা আদালতের আদেশ প্রতিপালন না করে কেবল ইটভাটা মালিকদের সহযোগিতাই করেননি, তারা পরিবেশ ধ্বংসে অবদান রেখেছেন।’
এদিকে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সম্প্রতি বদলি হয়েছেন বলে জানা গেছে। বদলির বিষয়ে মনজিল মোরশেদ বলেন, ‘যিনিই দায়িত্বে থাকবেন তাঁকেই হাজির হতে হবে।’