হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪ ঘণ্টা তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। টাকা নিয়ে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানটির অফিসের সামনের আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। 

এতে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ। 

তিনি বলেন, একদল শিক্ষার্থী গুলশান-২ এলাকায় বিদেশে পড়াশোনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিদেশে পড়াশোনার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আজ বেলা ২টায় সড়ক অবরোধ করেন। 
এর ফলে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা ৬টায় তাঁরা সড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। 

বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা এজেন্সিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। কিছু ক্ষেত্রে জনপ্রতি ১৭ লাখ টাকারও বেশি দিয়েছেন। তাঁদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। 

প্রতিষ্ঠানটি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কোনো টাকা ফেরতও দেয়নি এবং এর কোনো রসিদও দেয়নি। 

ওই এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ডিসি তারেক মাহমুদ জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে সড়কে যান চলাচল করছে।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু