বিএনপির নেতা-কর্মীদের ইট-পাটকেলের তোপের মুখে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পিছু হটেছে পুলিশ।
আজ শনিবার দুপুর সোয়া ১টা নাগাদ রাজধানীর কাকরাইল মসজিদ মোড় এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে ৷
সরেজমিনে দেখা যায়, পুলিশের ওপর হামলার পর কাকরাইল মসজিদ মোড় এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। লাঠিসোঁটা হাতে বিএনপির এক-দেড় শ নেতা-কর্মী সেখানে রয়েছেন।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অনুসারীরা একটি গাড়িতে করে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছিলেন। এ সময় বিএনপির এক-দেড় শ নেতা-কর্মী গাড়িটির ওপর হামলা চালান। বাধা দিতে এলে পুলিশের ওপর হামলা করেন তাঁরা।