হোম > সারা দেশ > ঢাকা

সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়ার পরও ৫ কিমি চালিয়ে যাওয়া সেই যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষে ছাদ উড়ে যাওয়া বাস ও গ্রেপ্তার চালক। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীদের পাঁচ কিলোমিটার চালিয়ে যাওয়া সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শহীদুল শেখ (৩০)।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল শহীদুলকে গ্রেপ্তার করে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের বাসিন্দা।

আজ বুধবার র‍্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

শামীম হাসান সরদার জানান, গত ১৭ এপ্রিল রাতে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এর পরও না থামিয়ে ওই অবস্থায় অন্তত পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকার ও এলাকাবাসীর রোষে পড়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান চালক শহীদুল।

এ ঘটনায় ১৮ এপ্রিল শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাত পরিচয়ের মালিক, চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। এক দিন পর বরিশাল এক্সপ্রেস বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ