হোম > সারা দেশ > ঢাকা

সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়ার পরও ৫ কিমি চালিয়ে যাওয়া সেই যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষে ছাদ উড়ে যাওয়া বাস ও গ্রেপ্তার চালক। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীদের পাঁচ কিলোমিটার চালিয়ে যাওয়া সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শহীদুল শেখ (৩০)।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল শহীদুলকে গ্রেপ্তার করে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের বাসিন্দা।

আজ বুধবার র‍্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

শামীম হাসান সরদার জানান, গত ১৭ এপ্রিল রাতে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এর পরও না থামিয়ে ওই অবস্থায় অন্তত পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকার ও এলাকাবাসীর রোষে পড়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান চালক শহীদুল।

এ ঘটনায় ১৮ এপ্রিল শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাত পরিচয়ের মালিক, চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। এক দিন পর বরিশাল এক্সপ্রেস বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯