হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে টঙ্গীতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশনে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে আগুন নেভাতে গিয়ে লিখন (২৫), রুমন (২৮), সাগর (৩২), রাকিব (২৮), মনিরুল (২৫) ও আব্দুর রাজ্জাক (৩২) নামের ছয় ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অগ্নিদগ্ধ ছয়জন ওই ভবনের চতুর্থ তলার একাংশে থাকা কয়েকটি কক্ষে ভাড়া থাকতেন। 

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ ভবনটির চতুর্থ তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তাঁরা। এ সময় তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার সকালে মরিয়ম ম্যানশন নামের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকা একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাই। ভবনটির পঞ্চম তলায় থাকা কয়েলের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। 

এই কর্মকর্তা আরও বলেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিটের আপৎকালীন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাউসার আহমেদ বলেন, ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক