হোম > সারা দেশ > ঢাকা

পলিথিন মুড়িয়ে সমাবর্তনের কস্টিউম বিতরণ কাম্য নয়: ঢাবি উপাচার্য 

ঢাবি প্রতিনিধি

পলিথিন মুড়িয়ে ৫৩তম সমাবর্তনের কস্টিউম বিতরণ কাম্য নয়, এটি অনাকাঙ্ক্ষিত ভুল ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতীন ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একই সঙ্গে টাই’য়ে শব্দগত ভুলে (53rd না দিয়ে 53th দেওয়া) জড়িতদেরও জবাবদিহিতার আওতায় এনে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে বলে জানান উপাচার্য।

উপাচার্য জানান, পলিথিন মুড়িয়ে সমাবর্তনের কস্টিউম বিতরণ কোনোভাবেই কাম্য নয়। শুধু দুটি স্পটে পলিথিন মুড়িয়ে এ কস্টিউম বিতরণ করা হয়েছে। আমাদের নজরে আসামাত্রই আমরা সমাধান করেছি এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় এনেছি।

শব্দগত ভুলের ব্যাপারে উপাচার্য বলেন, ‘যারা এ কাজের সঙ্গে জড়িত ছিল তাদের সচেতনতার কমতি ছিল। আমরা তাদেরকেও জবাবদিহিতার আওতায় এনেছি একই সঙ্গে অতিথিদের যে টাই দেওয়া হবে তাদের যেন এ শব্দগত ভুলযুক্ত টাই দেওয়া না হয়, তার জন্য ক্ষতিপূরণ হিসেবে আলাদাভাবে টাই বানানোর কথা বলেছি ।’

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিক গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি