হোম > সারা দেশ > ঢাকা

সেই শিশুর অভিভাবককে ৫ লাখ টাকা দিতে আদালতের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহে ট্রাকচাপায় মা-বাবা ও বোন হারিয়ে জন্ম নেওয়া শিশুকে ৫ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সড়ক আইন অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডকে ১৫ দিনের মধ্যে শিশুর অভিভাবকদের কাছে ওই টাকা দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিশুটির দেখাশোনার জন্য কমিটি করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। কমিটিকে তিন মাসের মধ্যে শিশুর বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এই সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া শিশু ও তার পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতীকার চাকমা।

এর আগে শিশুটির যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে সোমবার রিট করা হয়। শিশুটি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার ভরণ–পোষণের ব্যবস্থা করতে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় আবেদনে। রিটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটিকে (বিআরটিএ) বিবাদী করা হয়।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান