হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ার কেরানীবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রাসেল (৩৫) নামে এক পথচারী মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে গেন্ডারিয়ার কেরানীবাড়ি ভাট্টিখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। 

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রাজু ও হাসান জানান, ভাট্টিখানা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। তখন পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার দেয়াল ধসে রাস্তার ওপর পড়ে। এতে ওই দেয়ালের নিচে চাপা পড়েন রাসেল। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তারা আরও জানান, গেন্ডারিয়া এলাকায় থাকতেন রাসেল। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা। 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত রাসেল গ্যান্ডারিয়া এলাকায় থাকত। মিটফোর্ড হাসপাতাল এলাকায় ওষুধের দোকানে কাজ করতেন। তবে তার বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ঘটনাটি গেন্ডারিয়া থানা-পুলিশকে জানানো হয়েছে।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা