হোম > সারা দেশ > ঢাকা

ঠাঁকুরগাও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার, আটক ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শিশু চুরির ঘটনায় আটক চারজন। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া এক শিশুকে গাজীপুরে শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাওনা এলাকার মুলাইদ গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঠাঁকুরগাও জেনারেল হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম সায়ান আহম্মেদ। সে ঠাঁকুরগাওয়ের কালিসাজুড়ী গ্রামের শিমুল ইসলামের ছেলে।

গতকাল বুধবার গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উদ্ধারের পর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা বড়বাড়ি গ্রামের সামছুদ্দিনের কন্যা সোনালী আক্তার শিরিন (২০), একই গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) ও একই গ্রামের লুৎফর রহমানের কন্যা মোসা. লাভলী বেগম (৩৯। তাঁরা সবাই শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, গত ৯ মার্চ অসুস্থ সায়ানকে ঠাকুরগাও জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরদিন পরিবারের সদস্যরা টয়লেটে গেল কৌশলে চোর চক্র শিশু সায়ানকে হাসপাতালের বেড থেকে চুরি করে নিয়ে যায়। এর পর চুরি হওয়া শিশুকে নিয়ে শ্রীপুরে চলে আসে। পরে এ নিয়ে থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়। গাজীপুর র‍্যাব-১ ও দিনাজপুর র‍্যাব-১৩ এর দুটি টিম অভিযানে নামে।

গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র‍্যাব-১ এর পুলিশ সুপার মামুন চিশতী জানান ঠাঁকুরগাওয়ে চুরি হওয়া শিশুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দুটি টিম অভিযানে নামে। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল