হোম > সারা দেশ > ঢাকা

ঠাঁকুরগাও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার, আটক ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শিশু চুরির ঘটনায় আটক চারজন। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া এক শিশুকে গাজীপুরে শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাওনা এলাকার মুলাইদ গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঠাঁকুরগাও জেনারেল হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম সায়ান আহম্মেদ। সে ঠাঁকুরগাওয়ের কালিসাজুড়ী গ্রামের শিমুল ইসলামের ছেলে।

গতকাল বুধবার গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উদ্ধারের পর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা বড়বাড়ি গ্রামের সামছুদ্দিনের কন্যা সোনালী আক্তার শিরিন (২০), একই গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) ও একই গ্রামের লুৎফর রহমানের কন্যা মোসা. লাভলী বেগম (৩৯। তাঁরা সবাই শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, গত ৯ মার্চ অসুস্থ সায়ানকে ঠাকুরগাও জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরদিন পরিবারের সদস্যরা টয়লেটে গেল কৌশলে চোর চক্র শিশু সায়ানকে হাসপাতালের বেড থেকে চুরি করে নিয়ে যায়। এর পর চুরি হওয়া শিশুকে নিয়ে শ্রীপুরে চলে আসে। পরে এ নিয়ে থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়। গাজীপুর র‍্যাব-১ ও দিনাজপুর র‍্যাব-১৩ এর দুটি টিম অভিযানে নামে।

গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র‍্যাব-১ এর পুলিশ সুপার মামুন চিশতী জানান ঠাঁকুরগাওয়ে চুরি হওয়া শিশুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দুটি টিম অভিযানে নামে। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

রাজধানীর উত্তরা‌য় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন