হোম > সারা দেশ > ঢাকা

ঝড়বৃষ্টি উপেক্ষা করে ৯ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন পবিস কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝড়বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

সাত দফা দাবিতে টানা ৯ দিন ধরে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। ২১ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজও (বৃহস্পতিবার) অব্যাহত রেখেছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।

শহীদ মিনারে সরেজমিন দেখা যায়, সকাল থেকে অবিরাম বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে আন্দোলনকারীরা পলিথিন ও তারপলিন দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। কর্মসূচিতে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (টেকনিক্যাল) রাজন কুমার বলেন, ‘ঝড়বৃষ্টি কোনো কিছুই আমাদের বাধা হতে পারেনি। এখানে আসার আগে আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম, হয় মুক্তি নয় মৃত্যু। যত দিন দাবি আদায় না হবে প্রয়োজনে আমরা পরিবার-পরিজন নিয়ে এখানে কোরবানির ঈদ করব।’

কর্মসূচিতে অংশ নেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ‘জেগেছে রে জেগেছে, পল্লী বিদ্যুৎ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘এক দুই তিন চার, চেয়ারম্যান তুই গদি ছাড়’—এসব স্লোগান দিতে থাকেন।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের ৭ দফা দাবি হলো—আরইবির অত্যাচারী ও স্বৈরাচার চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ, জেলা প্রশাসক সম্মেলন-২০২৫-এ গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এক ও অল্প চাকরিবিধি প্রণয়নসহ পবিস ও আরইবি একীভূতকরণের প্রজ্ঞাপন জারি, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক ও পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল করা এবং সংযুক্ত ও সাময়িক বরখাস্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করা, জরুরি কাজে নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম/শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট কর্ম ঘণ্টা অথবা শিফটিং ডিউটি বাস্তবায়ন এবং সংস্কার কার্যক্রম শেষ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সমিতি পরিচালনা করা।

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি