হোম > সারা দেশ > ঢাকা

অধিকার আদায়ে পাহাড়ি নারীদের রাজনীতিতে প্রবেশ করতে হবে: সন্তু লারমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পাহাড়ি নারীরা অধিকার পেতে চাইলে রাজনীতিতে প্রবেশ করতে হবে। তবে সেটা বিচ্ছিন্নভাবে হলে চলবে না, দলবদ্ধ এবং সংঘবদ্ধভাবে হতে হবে। 

আজ শুক্রবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ে আদিবাসী নারী সমাজের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, চিন্তা-ধারণাকে প্রাধান্য দিয়ে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সামন্তবাদীর চিন্তাধারার ভাবাদর্শে মগ্ন হয়ে কোনো কিছুই প্রতিষ্ঠা করা ঠিক নয়। তাই প্রগতিশীল চিন্তাধারার মতবাদে আদিবাসী নারী সমাজকে নীতি আদর্শের আলোকে আলোকিত হতে হবে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া ম্রং। তিনি বলেন, ‘আদিবাসী নারী সমাজই হোক বা যেকোনো নারী সমাজই হোক সবার মধ্যে সচেতনতা বেড়েছে। আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে আরও এগিয়ে যেতে পারব।’ 

সভায় মূল প্রবন্ধে বলা হয়, সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পাহাড়িদের জন্য শিক্ষা, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের অবস্থা নাজুক। এই অবস্থায় কোটাব্যবস্থা বাতিলের কারণে কর্মক্ষেত্রে তাদের প্রবেশ আরও কঠিন হয়ে পড়েছে। 

সভায় আত্মনিয়ন্ত্রণ অধিকারসহ পাহাড়িদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা; পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক আইন সংশোধন করা ও নারী উন্নয়ন নীতিমালায় পাহাড়ি নারীদের জন্য আলাদা একটা অধ্যায় রাখা।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট