ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁওয়ে যাত্রীবাহী একটি বাস থেমে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের চালক মিলন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহফুজ নামে আরও একজন।
আজ রাতে এ বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, আজ সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেট কার নষ্ট হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে থেমে যায়। তখন পেছন থেকে আসা একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
মহসীন বলেন, এ ঘটনায় প্রাইভেট কারের চালক মিলন মারা গেছেন। এ ছাড়া এতে থাকা মাহফুজ নামে এক যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। তাঁদের আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।