হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকার নবাবপুরে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ১

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর এলাকায় পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে সুভাস ভৌমিক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে। এ ছাড়া আহত হয়েছেন মনির হোসেন (৪০) নামে আরেক জন।

আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত সুভাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুভাস। আহত মনিরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, মৃত সুভাসের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়। তাঁর বাবার নাম শংকর ভৌমিক। তাঁরা দুজনই মিরপুর বেড়িবাঁধ এলাকায় পথ বিল্ডার্স নামের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ওয়েল্ডিং মিস্ত্রীর কাজ করত। 

কোম্পানিটির প্রশাসনিক কর্মকর্তা মো. সোহাগ জানান, কোম্পানির কাজের জন্য তাঁরা দুজন নবাবপুর এলাকায় ঢেউ টিন কিনতে যায়। বিকেলে খবর পাই তাঁরা নবাবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে মিটফোর্ড হাসপাতালে গিয়ে তাঁদের আহত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে সুভাসকে ঢাকা মেডিকেলে ও মনিরকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। 

সোহাগ আরও জানান, ঢেউটিন সহ তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি নবাবপুর এলাকায় রাস্তার পাশের একটি বট গাছের সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে। মনির পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর হাতে আঘাত লেগেছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের এএসআই আব্দুল খান সুভাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। 

বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার একটি খবর পেয়েছি। ঘটনাটি কোন এলাকায় পড়েছে তা জানার চেষ্টা চলছে। 

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন