হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকার নবাবপুরে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ১

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর এলাকায় পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে সুভাস ভৌমিক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে। এ ছাড়া আহত হয়েছেন মনির হোসেন (৪০) নামে আরেক জন।

আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত সুভাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুভাস। আহত মনিরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, মৃত সুভাসের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়। তাঁর বাবার নাম শংকর ভৌমিক। তাঁরা দুজনই মিরপুর বেড়িবাঁধ এলাকায় পথ বিল্ডার্স নামের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ওয়েল্ডিং মিস্ত্রীর কাজ করত। 

কোম্পানিটির প্রশাসনিক কর্মকর্তা মো. সোহাগ জানান, কোম্পানির কাজের জন্য তাঁরা দুজন নবাবপুর এলাকায় ঢেউ টিন কিনতে যায়। বিকেলে খবর পাই তাঁরা নবাবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে মিটফোর্ড হাসপাতালে গিয়ে তাঁদের আহত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে সুভাসকে ঢাকা মেডিকেলে ও মনিরকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। 

সোহাগ আরও জানান, ঢেউটিন সহ তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি নবাবপুর এলাকায় রাস্তার পাশের একটি বট গাছের সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে। মনির পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর হাতে আঘাত লেগেছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের এএসআই আব্দুল খান সুভাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। 

বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার একটি খবর পেয়েছি। ঘটনাটি কোন এলাকায় পড়েছে তা জানার চেষ্টা চলছে। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল