হোম > সারা দেশ > ঢাকা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক ড. লিপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ড. মোল্লা শাহাদাত হোসাইন লিপু। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ের সম্প্রতি যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে। 

আজ সোমবার গ্রিন ইউনিভার্সিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, ড. লিপু বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইইউটি) থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মাস্টার্স ও ইউনিভার্সিটি কেবাঙসান মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এ সময় তিনি পিএইচডি গবেষণার জন্য বেস্ট থিসিস অ্যাওয়ার্ডে মনোনীত হন। তাঁর গবেষণার প্রধান বিষয় হলো—নবায়নযোগ্য শক্তি, ব্যাটারি, এনার্জি স্টোরেজ, বিকল্প শক্তির উৎস, ইলেকট্রিক ভেহিক্যালস ও পাওয়ার ইলেকট্রনিকস। 

আরও বলা হয়, ড. লিপুর প্রকাশিত গবেষণা প্রবন্ধ নেচার, এলসেভিয়ার ও আইইইই ট্রানজাকশনের মতো জার্নালে প্রকাশিত হয়েছে। 

গুগল স্কলারের তথ্য মতে, তাঁর গবেষণার সাইটেশন সংখ্যা ৩ হাজার ৯০০ অতিক্রম করেছে। এরই মধ্যে তিনি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক এক্সিবিশন ও কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড এবং স্বর্ণপদক পেয়েছেন। তিনি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার