হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলি: লাশ নিয়ে বিক্ষোভ, আসামি ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বেলা ৫টায় ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নিজ কর্মস্থলের সামনে শেষবারের মতো আসলেন শফিকুর রহমান কাজল (৫০)। এ সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর সহকর্মী ও এলাকার পরিচিত বাসিন্দারা। সদালাপী ও হাসিমুখের মানুষটির এমন মৃত্যু মেনে নিতে পারছেন কেউই। 

আজ মঙ্গলবার বিকেলে কাজলের লাশ পৌঁছাতেই কান্না আর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পুরো এলাকায় ছড়িয়ে যায় শোকের আবহ। একপর্যায়ে অভিযুক্ত আজাহারের ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করেন সহকর্মী ও স্থানীয়রা। বিক্ষোভ শেষে সন্ধ্যায় রেস্তোরাঁর সামনের সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বন্দরের নবীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে কুশিয়ারা কবরস্থানে দাফন করা হয় তাঁকে। 

রেস্তোরাঁর কর্মচারী ইব্রাহিম বলেন, ‘ম্যানেজার কাজল ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তাঁর কোনো দোষই ছিল না সেদিন। তিনি গুলির শব্দ শুনে দৌড়ে সামনে আসায় তাকে গুলি করে মেরে ফেলল। আমরা এই খুনির ফাঁসির দাবি জানাই।’ 

নিহত কাজল নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন। গতকাল সোমবার রাত সোয়া ১০টায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার রাত সাড়ে ৯টায় নিজ রেস্তোরাঁয় বাড়ির মালিকের পিস্তল থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। একই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

এদিকে রেস্তোরাঁ মালিক শুক্কুর আলীর দায়ের করা মামলায় আসামি আজাহার তালুকদার ও তাঁর ছেলে আরিফ তালুকদার মোহনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে পাঠায় পুলিশ। আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ