টাঙ্গাইলের সখীপুরে নূরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা বলছেন, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নূরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে খাওয়ার পর সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে নূরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ছোট ভাই নূর জামাল বলেন, ‘বড় ভাই পরিবার নিয়ে আলাদা থাকতেন। তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।’
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।